জেফিরাজ দোলন কুবি, বাবুল ডি' নকরেক এর আরেক টি নতুন অনলাইন কোর্স গতকাল ই ন্সট্রাক্টরিতে চালু হয়েছে। নতুন এই কোর্সটির নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন ফর এভ্রিওয়ান। এই নিয়ে তাঁর মোট ৩ টি কোর্স চলমান রয়েছে। পৃথিবীতে এই প্রথম বাংলা ভাষায় পাইথন প্রোগ্রামিং দিয়ে "সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশান"। Onlaine market place গুলোতে বাংলাদেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধু গারো জাতিগোষ্ঠীতে নয়, পুরো আদিবাসীদের মধ্যে নকরেক এক মাত্র ইন্সট্রাক্টর যার ৩ টি কোর্স [ জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন] অনলাইনে সেল হয়। কোর্স লিঙ্কগুলো নিচে দেওয়া হলঃ ১) পাইথন প্রোগ্রামিং ফর এভ্রিওয়ান। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন । ২) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন ফর এভ্রিওয়ান। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন । ৩) জাভা প্রোগ্রামিং ফর নন- প্রোগ্রামার্স। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন । সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন-এর চাহিদা দেশের বাইরে আকাশ ছোঁয়া! আমেরিকা এবং ইউরোপে এদের বেত...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...