দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বাণিজ্য সংবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শালবনে গ্রামীণ ফোনের সি ই ও, নকরেক আইটি ইনস্টিটিউট এবং প্রথম আলো

 নিজস্ব প্রতিবেদক, গায়রা, মধুপুর থেকে   মধুপুর শালবনের ভেতর গায়রা গ্রামে গ্রামীণ ফোন, প্রথম আলো, নকরেক আইটি এবং এলাকাবাসীর একটি পরামর্শ  সভা অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় গ্রামীণ ফোনের সি ই ও  ইয়াসির আজমান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে নকরেক আইটির সিইও সুবীর জেভিয়ার নকরেক সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নকরেক আইটির এন্ড্রয়েড ডেভেলপমেন্ট - এর মেন্টর জেস এন্ড্রোজ।  অনুষ্ঠানের শুরুতে প্রধান এবং বিশেষ অতিথিদের গারো নৃত্য শিল্পীরা নেচে গেয়ে বরণ করে নেন। প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং নকরেক আইটির সি ই ও কে গারোদের খুথুপ পরিয়ে সর্বোচ্চ সম্মান জানান হয়।      গ্রামীণ ফোন এবং প্রথম আলোকে সাথে পেয়ে শালবনে গারো আদিবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সে আনন্দ তাঁরা নেচে - গেয়ে, তাঁদের বক্তব্যে প্রকাশ করেন।  নকরেক আইটির সিইও তার বক্তব্যে বলেন, "৫ বছর আগে যখন নকরেক আইটি ইনস্টিটউট শুরু করি, তখন এত কিছু ছিল না। কাজ করা এত সহজ ছিল না। গ্রামে এসে নেটওয়ার্ক না পেয়ে যখন মাঠে, ধান্যের খেতে গিয়ে কাজ করতাম তখন অনেকেই ল্যাপটপ নিয়ে শ...

নকরেক আইটি ইনস্টিটিউট এর সিইও ড্রাগন বাগান পরিদর্শনে গেলেন

 নিজস্ব প্রতিবেদক, আবিমা মধুপুর থেকে   নকরেক আইটি ইনস্টিটিউট এর সিইও সুবীর জেভিয়ার নকরেক শত ব্যস্ততার মধ্যে সময় করে তাঁর বাবার তৈরী ড্রাগন বাগান পরিদর্শনে গেলেন। জানা গেছে তাঁর বাবা জেমস জলিশ মাংসাং ইন্টারনেট-এ ইউটিউব ঘেঁটে নিজের গ্রামে একটি ড্রাগন বাগান করেছেন।  এর আগে তিনি পরীক্ষামূলক বাড়ির আশে পাশে কিছু ড্রাগন ফল লাগিয়েছিলেন। ইতোমধ্যে সেখানে কিছু ফল এসেছে, বিক্রিও করেছেন কিছু।       নকরেক আইটি ইনস্টিটিউট এর সিইও সুবীর জেভিয়ার নকরেক সিইও সুবীর তাঁর ফেইসবুক অয়ালে লিখেন,  " প্রায় ১মাস পর বাবা মাকে দেখতে এলাম, অথচ বাড়িতে এসে শুনি মা অসুস্থ এক বৃদ্ধাকে দেখতে গিয়েছেন। অতপর বাবার যত্নে গড়া ড্রাগন বাগান পরিদর্শনে এলাম প্রিয় গ্রামে।  এই বাগানটি ইন্টারনেটের কল্যাণে ইউটিউব থেকে রিসার্চ করে বাবার নিজস্ব প্রচেষ্টা। আইটির আশীর্বাদকে কে কিভাবে কাজে লাগাবে সেটাই দেখার বিষয়।"  জেমস জলিশ মাংসাং- এর সাথে সুবীর ও তাঁর মা সুবীরের সমাবর্তন-এর দিনে তোলা ছবি   জেমস জলিশ মাংসাং টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান, "তিনি জলছত্র হাসপাতালে দীর্ঘদিন চাকুরী করছ...

এবার দ্য গারো নিউজ টুয়েন্টিফোর আসছে এন্ড্রয়েড ফোনে এ্যাপ হিসেবে

 জেফিরাজ দোলন কুবি,  এবার দ্য গারো নিউজ টুয়েন্টিফোর তাঁর পাঠকদের জন্য নিয়ে আসছে এন্ড্রয়েড ফোনে এ্যাপ হিসেবে। সব কিছু ঠিক থাকলে এই এ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে পাঠকগ্ণ ফ্রি ডাউনলোড করে সেলফোনেই নিউজ পোর্টাল টি পড়তে পারবেন আগামী সপ্তাহের শেষের দিকে।  এ্যাপ টি ডেভেলপ করার জন্য সাইবার সলিউশান-এর নেতৃত্বে ৫ জনের একটি চৌকস সফটওয়্যার ডেভেলপমেন্ট টীম নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।  উল্লেখ্য,  দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সব সময় পাঠকদের সময় এবং সুবিধার কথা চিন্তা করে। ইতোমধ্যে এ্যাপটির ডেভেলপমেন্টের কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার-এর চৌকস দল সিস্টেম টেস্টিং শেষ করলেই ডেভেলপমেন্ট টীম বাকি ১০ ভাগ কাজ শেষ করে আগামী মঙ্গলবার পরীক্ষামূলক এ্যাপটি ছাড়া হবে এবং আগ্রামী শুক্রবার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট টীম এর নেতৃত্বে থাকা বাবুল ডি' নকরেক!   সংবাদ টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ...  দৃষ্টি আকর্ষণঃ   ১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে  এখানে ক্লিক করু...

বীর মুক্তিযোদ্ধা উইনসন কুবির উপর হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানব-বন্ধন

মৃন্ময় মৃঃ ,   কলমাকান্দা থেকে  নেত্রকোনার কলমাকান্দার শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) , লিঙাম ওয়েলফেয়ার এসোসিয়েশন, মহাদেও নদী রক্ষা কমিটির উদ্যোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন এর গোবিন্দপুরের মঙ্গলশ্বরী নদী ও রংছাতী ইউনিয়ন এর বরুয়াকোনার মহাদেউ নদী হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, শহীদ মারিয়ার স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা উইনসন কুবির উপর হামলা কারী সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বীর মুক্তিযোদ্ধা উইনসন কুবির উপর হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানব-বন্ধন উপস্থিতির একাংশ ছাত্র-জনতা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাদেও নদী রক্ষা কমিটির নেতা পিএন নংমিন, সেলিনা ঘাগ্রা, বাংলাদেশ আদিবাসী আইনজীবি সমিতির নেতা রাকসেং মারাক, লিঙাম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নেতা বাবুল নাফাক, কলমাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: জাফরুল্লাহ, বাগাছাস কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পেট্রিক চিসিম ও আদিবাসী নেতা জেফিরাজ দোলন কুবি। বক্ত...

প্রতিযোগিতার মেতেছেন বন কর্মকর্তারাঃ শাল গজারি বিহীন বাংলাদেশের পথে

এডওয়ার্ড মাংসাং  প্রিন্স ,  বন যেন বন কর্মকর্তাদের কাছে - সুইস ব্যাংক! শাল গাছ কর্তন চলছেই। দেখার কেউ নেই । দেখে মনে হবে প্রতিযোগিতা চলছে শালবন নিধনের। বন কর্মকর্তারা বনটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করে ব্যবহার করছেন, বলে অভিযোগ বনবাসীদের। বন থেকে কোটি কোটি টাকার বনজ, উদ্ভিদ গাছ গাছরা, সরকারী জমি, গাছের ডালপালা, লতাপাতা পর্যন্ত বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রামের বাড়িতে, শহরে জায়গা জমি এবং আলিশান বাড়ি করছেন বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারী। তাঁদের নিজের ঘরে, আত্মীয়-স্বজন ও ছেলে মেয়েদের বাড়িতে আছে সব চাইতে দামি দামি আসবাব পত্র! এভাবেই উজাড় হচ্ছে শাল বন প্রতিদিন টাঙ্গাইলের সখীপুর হতেয়া বিট কর্মকর্তার যোগসাজশে বন বিভাগের গজারি গাছ কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাশালী ব্যক্তিগণ, এমন অভিযোগ স্থানীয়দের। বিট কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে হতেয়া বিটের চতলবাইদ গ্রামের রশিদ ভূঁইয়ার চালা থেকে ৫ শতাধিক শাল গাছ বিক্রি করেছেন আব্দুল মজিদ মিয়া নামের স্থানীয় এক প্রভাবশালী। তবে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন হতেয়া বিট কর্মকর্তা আব্দুল আহাদ। স্থানীয়...

গারো বিউটি পার্লার মালিকদের সাথে ১টি বেসরকারি ব্যাংক খুব শীঘ্রই বসছে

সবুজ নংমিন, ঢাকা থেকে  গারো বিউটি পার্লার মালিকদের সাথে একটি বেসরকারি ব্যাংক এবং এর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সাক্ষাৎ করে আলোচনা সাপেক্ষে ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।   আলোচনার পর প্রয়োজন সাপেক্ষে ঐ ব্যাংক বিউটি পার্লার মালিকদের প্রয়োজনীয় ঋণ দিতে চায় বলে জানা গেছে। আগামী ১৫ জানুয়ারির পর যে কোন দিন এই আলোচনা হবে। আলোচনায় ঋণের পরিমাণ, ঋণের সময়কাল, সুদের হার নির্ধারিত হবে। আলোচনা ফলপ্রসূ করার স্বার্থে ব্যাংক - এর নাম গোপন রাখা হয়েছে। এই আলোচনায় অংশ নিতে আগ্রহী পার্লার মালিকদের আগে থেকেই তাঁদের নাম, পার্লারের নাম, ঠিকানা, সেল নম্বর পাঠাতে ০১৭৫১-১৩৬২৭৮ এই সেল নম্বরে যোগাযোগ অথবা জাবা'র ফেইসবুক পেইজে ইনবক্স করতে হবে। ফেইসবুক পেইজে ম্যাসেজ পাঠাতে এখানে ক্লিক করুন। উল্লেখ্য, দুই পক্ষের সাক্ষাৎ এবং আলোচনা হবে ঢাকার জাবা রেস্তোরাঁ, গ্রীণ সুপার মার্কেট, ৩য় তলা, গ্রীণ রোড, ফার্মগেট, ঢাকা এই ঠিকানায়। দৃষ্টি আকর্ষণঃ   ১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে  এখানে ক্লিক করুন ।  ২...

গারো আদিবাসী পরিচালিত 'পূর্ণা ডে কেয়ার' চালু হচ্ছে ফেব্রুয়ারি ২০২২ থেকে

ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক,  পারিবারিক উদ্যোগে স্কুল শিক্ষক পিটারসন কুবি পিটার এবং তাঁর স্ত্রী আনাস্তাসিয়া মানখিন আনা ঢাকার কালাচাঁদপুরে 'পূর্ণা ডে কেয়ার' চালু করতে যাচ্ছেন। নতুন বছরে নতুন উদ্যোগ হিসেবে অগ্রিম টাকা দিয়ে ঢাকার কালাচাঁদপুরে ডে কেয়ার সেন্টারের জন্য ইতোমধ্যে ঘর ভাড়া নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে এটি পুরোদমে চালু হবে। নদ্দা, কালাচাঁদপুর, জগন্নাথপুর এলাকার যে সমস্ত বাবা মায়েরা সন্তানকে নিরাপদ ও যত্নশীল স্থানে ছেলেমেয়েদের ডে কেয়ারে রাখতে চান, তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা "পূর্ণা ডে কেয়ার" সেন্টারে পাঠাতে পরামর্শ দিতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই শিক্ষক দম্পতি। অনেকেই ভাল এবং বিশস্ত লোকের অভাবে ছেলেমেয়েদের ঘরে রেখে চাকরী করতে সমস্যার সন্মুখীন হয়ে থাকেন। এই সব বাবা মায়েদের সমস্যার কথা চিন্তা করেই বিশেষত মান্দি অভিভাবকদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন।   সকলের আন্তরিক সহযোগিতা ও এ কাজে সফলতার জন্য প্রার্থনা কামনা করেছেন এই শিক্ষক দম্পতি। এই ভাল উদ্যোগটি শেয়ার করে আপনার বন্ধু - স্বজনদের জানিয়ে দিন 

দ্য গারোজ টুয়েন্টিফোর আবার পুরোন নামে চলে যাচ্ছে আজ থেকে

দ্য গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক, দ্য গারোজ টুয়েন্টিফোর আবার পুরোন নামে চলে যাচ্ছে আজ থেকে। শুরুতে এই নিউজ পোর্টাল 'দ্য গারো নিউজ টুয়েন্টিফোর' নামে শুরু করলেও মাঝখানে 'নিউজ' শব্দ বাদ দিয়ে পোর্টালের 'দ্য গারোজ টুয়েন্টিফোর' রেখেছিল। উল্লেখ্য, ফারুক দিও প্রিন্স এর সম্পাদনায় ময়মনসিংহ থেকে 'গারো নিউজ ২৪' একটি নিউজ চ্যানেল পরিচালিত হয়। আজকে বিকালের দিকে দুই পোর্টালের নির্বাহী সম্পাদকের মাঝে কথা হয় এই পত্রিকার ডোমেইন কেনার আগে। প্রিন্স জানান, garonews24.com এই ডমাইন টা তাঁদের কেনার প্ল্যান রয়েছে। তাঁর সাথে কথা বলার পরেই thegaronews24.com domain টা এই পত্রিকার জন্য ক্রয় নিশ্চিত করা হয়। পাঠকদের জন্য বলে রাখা ভাল, garonews24.com পরিচালিত হয় ময়মনসিংহ থেকে এবং thegaronews24.com পরিচালিত হয় নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে।

আপনি নিজেকে কি মনে করেন? বস নাকি লিডার?

সামিনা তাসনীম  বস হোক বা লিডার, দুজনের অধীনেই অনেকগুলো মানুষ কাজ করে যায়। কিন্ত দুইজনের কাজের ধরন ভিন্ন। যার ফলে দুজনের অর্জন গুলোও ভিন্ন রকম হয়। বেশিরভাগ মানুষ ভাবেন বস কাজের অর্ডার দেয় আর লিডার পথ দেখায়। এই একটা বিষয় কখনো বস এবং লিডার কে ডিফাইন করে না। একজন লিডারও কাজের অর্ডার দিতে পারেন। আবার একজন বসও পথ দেখাতে পারেন।  তাহলে কিভাবে বুঝবেন কে বস আর কে লিডার? চলুন তাহলে কিছু বিষয় জেনে নেই যা একজন বস ও একজন লিডারকে একে অপর থেকে আলাদা করে তুলে।  একজন লিডার সবসময় তার কর্মীদের গ্রোথ এর দিকে নজর দেন। কিভাবে তার কর্মীদের ডেভেলপমেন্ট হবে তাতে ফোকাস করেন। অন্যদিকে বসের কাজ কি? শুধু কোম্পানির গ্রোথ কিভাবে হবে তার প্ল্যান করা আরকি!  "আমি" এবং "আমরা" এই দুই শব্দের ব্যবহার শুনলেই আপনি কিন্ত ইন্সট্যান্টলি বলতে পারবেন কে বস এবং কে লিডার। কারন বস সবসময় "আমি" শব্দে বিশ্বাসী আর একজন লিডার এর প্রিয় শব্দই হলো "আমরা"।  কাজ নিয়ে কখনো আপনার মধ্যে বিরক্তি বা ভয় কাজ করে? যদি উত্তর "হ্যাঁ" হয় তাহলে বুঝবেন আপনি একজন বসের অধীনে আছেন। কারন একজন লিডারের অধীনে যারা...

🔥বিলিয়ন ডলার স্টার্টআপ

মুনির হাসান কাজের জন্য বেশ কয়েক মাস আগে এই বইটা নিয়ে টুকটাক রিসার্চ করা হয়। কি আছে বইতে বের করতে গিয়ে দেখলাম বড় বড় স্টার্টআপ এর পেছনের রিয়েল লাইফ স্টোরি তুলে আনা হয়েছে এই বইটায়। সেখান থেকেই এই বইটা পড়ার আগ্রহ জাগে। আমি বরাবরই বাস্তব ঘটনা জানতে বেশী আগ্রহী। সফল ব্যক্তিদের জীবনের স্ট্রাগলগুলো আমাকে এট্রাক্ট করে খুব। বইটি আজ পড়ে শেষ করলাম। এই বইয়ের বেস্ট পার্ট হচ্ছে বেশকিছু ইউনিকর্ন এর জন্ম নেয়া থেকে ইউনিকর্ন হওয়ার কাহিনি গুলো তুলে আনা হয়েছে। ইউনিকর্ন হচ্ছে মূলত ঐ সব স্টার্টআপ যাদের ভ্যালু ১ বিলিয়ন ডলার। সফল ব্যক্তি বা কোম্পানির গল্প থেকে শেখার অনেক কিছুই আছে। প্রতিদিন লক্ষ লক্ষ আইডিয়া জন্ম নেয়। কিন্ত সবগুলো স্টার্টআপ এ রুপ নেয় না। আবার সব স্টার্টআপ ইউনিকর্ন হতে পারে না। নেটফ্লিক্স, পেপাল, ফেসবুক, এয়ারবিএনবি এর মতো বড় বড় স্টার্টআপ গুলো একদিনে তৈরি হয়নি। এদের টিকে থাকার পেছনে আছে অনেক উত্থান-পতন, পাড়া-প্রতিবেশী/ বন্ধুমহলের টিটকারি, হার না মানার গল্প। শেখার আছে অনেক কিছু। প্রতিটা স্টার্টআপ এর সফলতার পেছনে কারন রয়েছে। যে কারনগুলো আমাকে বেশি এট্রাক্ট করেছে তার মধ্যে কিছু উল্লেখ করলাম... নেটফ...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...