মৃন্ময় মৃঃ , কলমাকান্দা থেকে নেত্রকোনার কলমাকান্দার শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) , লিঙাম ওয়েলফেয়ার এসোসিয়েশন, মহাদেও নদী রক্ষা কমিটির উদ্যোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন এর গোবিন্দপুরের মঙ্গলশ্বরী নদী ও রংছাতী ইউনিয়ন এর বরুয়াকোনার মহাদেউ নদী হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, শহীদ মারিয়ার স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা উইনসন কুবির উপর হামলা কারী সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা উইনসন কুবির উপর হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানব-বন্ধন উপস্থিতির একাংশ ছাত্র-জনতা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাদেও নদী রক্ষা কমিটির নেতা পিএন নংমিন, সেলিনা ঘাগ্রা, বাংলাদেশ আদিবাসী আইনজীবি সমিতির নেতা রাকসেং মারাক, লিঙাম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নেতা বাবুল নাফাক, কলমাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: জাফরুল্লাহ, বাগাছাস কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পেট্রিক চিসিম ও আদিবাসী নেতা জেফিরাজ দোলন কুবি। বক্ত...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...