গারো নিউজ টুয়েন্টিফোর ডেস্ক, বাবুল ডি' নকরেক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসালট্যান্ট) হিসেবে ফাইজারভ -এ যোগদান করেছেন। গত ১৪ ডিসেম্বর ২০২২, যুক্তরাষ্ট্রের সকাল ৯:০০ টায় ফাইজারভ-এর নিউ জার্সি অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসাল্ট্যান্ট) হিসেবে যোগদান করেন। ফাইজারভ একটি Fortune 500 Fintech company. কোম্পানিটি ১০০ টি দেশের সরকারী-বেসরকারী আর্থিক, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান সমূহের আর্থিক লেন-দেন নিরাপদ রাখার কাজে নিয়োজিত। এখানে ৪২ হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন। ফাইজারভ - এর নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের অফিস সম্ভবত নকরেকই গারোদের এবং বাংলাদেশের আদিবাসীদের মধ্যে প্রথম Fortune 500 Fintech company-তে যোগদান করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বছরে প্রায় ১.৫ কোটি টাকার মত বেতন পাবেন! নকরেক আগামীতে NASA অথবা Raytheon Technologies এর Pratt & Whitney এর মত কোন প্রোজেক্ট-এ কাজ করার স্বপ্ন দেখেন!
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...