দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

স্বাস্থ্য ও চিকিৎসা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পুলিশের বেধড়ক পিটুনিতে ২ নিরাপরাধ গারো যুবক আহত

 জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে  গাজীপুরের চন্দ্রা মোর এলাকা দিয়ে যাওয়ার সময় পিকেটার সন্দেহে ময়মনসিংহের ধোবাউড়ার দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন নামের দুই যুবক পুলিশের লাঠি চার্জে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গাজিপুরের আশুলিয়ায় চন্দ্রা মোরের কাছে ওয়াল্টন ফ্যাক্টরির তিনজন স্টাফ ইফতার খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করলে ফ্যাক্টরির সহকর্মীরা সংক্ষুদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে। দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন একই সময় গাড়িতে করে সাভার ইপিজেড এ কর্মস্থলে যাচ্ছিলেন এবং ঐ সময় তাদের গাড়ীতে কিছু লোক আগুন ধরাতে উদ্যত হলে তারা গাড়ী থেকে নেমে পড়েন এবং ঐ সময় পুলিশরা তাদের পিকেটার ভেবে বেধরক লাঠি পেটা করে এবং তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। পুলিশের লাঠি চার্জে দুই গারো যুবক মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয় পরবর্তীতে পুলিশ তাদের ছেড়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বিরুদ্ধে ২ যুবকের আত্মীয় স্বজনের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে!

'কারো বিক্ষা ও সাহায্য চায় না' লিখে, ব্যানার টাঙিয়ে কিডনি বিক্রি করতে চান এক যুবক

ঢাকা থেকে তপন হাগিদক,  জাতীয় জাদুঘর সামনে   ' কারো   বিক্ষা   ও সাহায্য চায়  না ' ব্যানার ঝুলিয়ে   কিডনি বিক্রি করতে  চান   সাইফুল ইসলাম হাসিব ( ৩২  )  নামের এক   যুবক। তিনি সাভারের আশুলিয়া থাকেন এবং   দাবি করেন  তিনি  মাদকাসক্ত নন এবং পুরোপুরি মানসিকভাবে সুস্থ্য। বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইফুল বলেন ,  আগে মিশুক ( অটোরিকশা , ব্যাটারি চালিত ) চালিয়ে ঠিকঠাক চলছিলো। কিন্তু ২০১৯ সালের করোনা কালে তিনি অটোরিকশা এক্সিডেন্ট করে পা ভাঙেন , পাজর মারাত্মক আক্রান্ত হন। এরপর বন্ধুবান্ধব ও অটোরিকশা মালিকের কাছে ধার করে সুস্থ হলেও এখন ৭৫ হাজার টাকা ঋণ হয়েছে বলে জানান। টাকা পরিশোধ করতে করতে ও আবার অটোরিকশা চালিয়ে উপার্জন করতে না পারার হতাশায় বলেন  ' এই টাকা পরিশোধ করতে পারছি না দেখে অটোরিকশা মালিক এখন অটোও দেয় না , বাঁচবো কী করে ?' এর পর বেকারি থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত কাজ করার চেষ্টা করেছেন বলে জানালেন। কখনো বেত...

ময়মনসিংহে অনলাইন ব্লাড ডোনার টিমে'র স্বেচ্ছাসেবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,  ময়মনসিংহের ভাটিকেশরে টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির মিলনায়তন কক্ষে রক্তদানের উদ্দেশ্যে গঠিত মান্দিভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন ব্লাড ডোনার টীমের স্বেচ্ছাসেবকদের সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কাজল চিসিম এবং সঞ্চালনায় ছিলেন সাগর চিসিক।   সমাবেশে উপস্থিত ছিলেন অনলাইন ব্লাড ডোনার টীমের উপদেষ্টা দুলেন্দ্র ঘাগ্রা, জেফিরাজ দোলন কুবি এবং কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ: বিহন চিসিম (ল্যাব টেকনেশিয়ান) , মার্ক শুভ(ল্যাব টেকনেশিয়ান), তনু রিছিল (ল্যাব টেকনেশিয়ান), মনির সিএইচ সাংমা ( সহ সম্পাদক), মঞ্জু সাংমা( অর্থ সম্পাদক ), সুস্ময় নকরেক( দপ্তর সম্পাদক), থিওফিল ( সহ দপ্তর সম্পাদক), সুমন চাম্বুগং, পল্লব চিসিম, চিসিম লর্ড রাংসা, সন্জয় এস স্নাল, সমীর চিরান, সহ জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ও বিভিন্ন কলেজের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী।  সভায় অনলাইন ব্লাড ডোনার টীমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, হালুয়াঘাট উপজেলার কালিনীকানদা ও সুনামগন্জে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করার স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মানুষ মানুষের জন্যঃ সোহাগ দাজেল বাঁচতে চান

জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবড়াকুড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল সিলভানুস ঘাগ্রার ছেলে সোহাগ দাজেল জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অনেকদিন। তাঁর দুটো কিডনীই অকেজো। সোহাগ দাজেল বাঁচতে চান। কিন্তু চাইলেই তো আর সব পেয়ে যাচ্ছেন না! মানুষের জীবন এরকমই। এই ভাল, আবার এই খুব ভয়াবহ খারাপ! টগবগে তরুণ সোহাগ এখন বিছানায় শুয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কি করুন এক নিয়তি! এমন নিয়তি যে কারোর জীবনেই নেমে আসতে পারে, আর এই সময়ই আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারি , পাশে দাঁড়াতে পারি সোহাগ এবং তাঁর পরিবারের পাশে! কিন্তু সোহাগ দাজেল এই নিয়তিকে জয় করতে চান, আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চান তাঁর ছোট্ট সন্তানের জন্য, প্রিয়তমা স্ত্রীর জন্য, পাড়া-প্রতিবেশীর জন্য। এজন্য দরকার অনেক টাকা! অনেক মানুষের ভালোবাসা, একটু সহযোগিতা, সহমর্মিতা। সোহাগ দাজেলের বিশ্বাস, তাঁকে নিয়ে দুই - চার লাইন কোন পত্রিকায় লেখা হলে মানুষ অবশ্যই তাঁকে সহযোগিতা করবে। "মানুষের মানুষের জন্য" ভূপেন হাজারিকার কালজয়ী এই গান সোহাগ দাজেলের অসম...

৬ গারো নার্স হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে

চঞ্চল কুবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ গারো আদিবাসী ছেলে-মেয়ে নার্স হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন।   গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগের ফাইনাল ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈচি তজু ক্যানি কুবি সার্কুলার থেকে ১০৯ জন এবং শূন্য পদে ৫৬১ জন মোট ৬৭০ জন নার্স চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। এর মধ্যে গারো আদিবাসী জনগোষ্ঠী থেকে ছয় জন নিয়োগ পেয়েছেন।               দমি রেমা  যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন তারানগর, নেত্রকোণা থেকে ক্যানি কুবি; গোবিন্দপুর, নেত্রকোণা থেকে দ্যুতি চিসিম; ভালুকা পাড়া, ধোবাউড়া থেকে দমি রেমা; চরবাঙ্গালিয়া, হালুয়াঘাট থেকে বৈচি তজু; জাতাপাড়া, হালুয়াঘাট থেকে সালসিলা রংমা এবং নলকুড়া, হালুয়াঘাট থেকে সাংক চিরান ।                      দ্যুতি চিসিম  চূড়ান্ত নিয়োগ পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। নিজে...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...