সুপ্রিয় দত্ত বিকেলে অফিসে বসে ল্যাপটপে কাজ করছেন। একটু পরেই ক্লায়েন্টদের সাথে জরুরি মিটিং শেষ করে জলদি বাড়ি ফিরতে হবে। স্ত্রীকে নিয়ে পার্টিতে যেতে হবে। এমন সময় পর্দা ঠেলে যমদূতের প্রবেশঃ “ভেতরে আসবো সুপ্রিয়?” যমদূতকে দেখে সুপ্রিয় দত্তের মুখ শুকিয়ে গেল। “আ…আ…আপনি? এখন! আমার তো মাত্র সাতচল্লিশ বছর চলছে, এখনো কতো কি করার বাকি, দেখার বাকি…আমাকে এখনই নিতে এসেছেন!!” যমদূত আয়েশ করে সোফায় বসে বললেন, “তুই তো আজ তোর মোবাইল বাড়িতে ফেলে এসেছিস, তাই না?” “আজ্ঞে হ্যাঁ…” “স্ক্রীন লক অপশানও রাখিস নি, তাই না?” সুপ্রিয়র হার্টবিট বেড়ে গেল, “…না, করি করি করে করা হয়ে ওঠেনি…” “হে হে হে, এই মুহূর্তে তোর বউ বেডরুমে বসে বসে তোর messenger আর WhatsApp এর সমস্ত মেসেজ মন দিয়ে পড়ছে। এবার তুই-ই ঠিক কর, বাড়িতে ফিরবি নাকি আমার সাথে যাবি।” সুপ্রিয় দত্তের সারা শরীর ভিজে গেল। উঠে দাঁড়িয়ে উদাস, উদ্ভ্রান্ত কন্ঠে বললেন, “চলুন কোথায় নিয়ে যাবেন প্রভু!” @কালেক্টেড
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...