মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কের নতুন অফিসের জন্য একজন উচ্চ দক্ষতাসম্পন্ন এমপ্লয়ী খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়ল, যাদের মধ্যে তরফদার নামের এক বাংলাদেশীও আছেন। বিল গেটস ২০,০০০ আবেদনকারীকেই এক সঙ্গে একটা বড় হলরুমে ডাকলেন। বিল গেটস বিল গেটস বললেন, যাঁরা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারাই এখানে থাকুন। বাকিরা দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে... হারানোর তো কিছু নেই আমার...আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিস! চাকরিটা পেলে, দু'দিনেই না হয় শিখে নেব। দাঁড়িয়েই থাকি বরং। বিল গেটস এবার বললেন, এখানে যাঁরা থেকে গেলেন তাঁদের মধ্যে যাঁদের নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু বসে থাকুন। বাকিরা দয়া করে আসতে পারেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। বরেন্দ্র লাল ত্রিপুরা, সহকারী অধ্যাপক , আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিস! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা! বিল গেটস খুশি হয়ে চারদিক তাকিয়ে বললেন, যাঁদের উইন্ডোজ ও ইউনিক্স-এ দক্ষতা আছে, ...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...