মৃন্ময় মৃ দূর্গাপুর থেকে, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং করোনা আক্রান্ত হয়েছেন। উপাধ্যক্ষ রেমন্ড আরেং আরেং এর স্ত্রী স্কুল শিক্ষিকা জুঁই মানখিন বিষয়টি নিশ্চিত করেছেন। জুই মানখিন জানান, " গতকাল আমরা ঢাকা থেকে বিরিশিরিতে নিজ বাড়ীতে ফিরি । রেমন্ড আরেং এর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি থাকায় আজ সকালে স্থানীয় হাসপাতালে করোনা টেস্ট করালে পজিটিভ আসে। বর্তমানে তাপমাত্রা ছাড়া তার শারীরিক অবস্হা ভাল।উনার খাওয়া-দাওয়া ও ঘুম স্বাভাবিক আছে।" তিনি জনাব আরেং এর পূর্ণ ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। বর্তমানে তিনি দূর্গাপুররের বিরিশিরিতে নিজ বাসভবনে থেকেই ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপসন অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...