এক ১৯৯৪-৯৫ সাল। আমার বন্ধু প্রদীপ কুমার সরকার। নটর ডেম কলেজে এক সাথে পড়তাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি ইংরেজি সাহিত্যে ভর্তি হলাম আর সে ভর্তি হল সাংবাদিকতায়। আজকের কাগজে সহ-সম্পাদক হিসেবে জয়েন করল। আজকের কাগজ তখন বেশ চলে। ভোরের কাগজও। প্রদীপ আজকের কাগজের সহ-সম্পাদক। গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালে এই ভিডিও টা ইউটিউবে খুঁজে পেলাম ! একদিন তাঁকে বললাম, "তনু (ছদ্ম নাম) মনে হয় তোকে পছন্দ করে। চুপি চুপি তোর দিকে বার বার তাকায়!" ও বলল, ধুর! তুই খেয়াল করেছিস, তার দাঁড়ি - মুছ আছে! হাত ভর্তি লোম! আমি বললাম, "এই দাঁড়ি মুছ, লোম থাকার সাথে ভালোবাসার কী সম্পর্ক? মেয়ে তো ভাল।" না-রে দোস্ত, হবে না! আমার বুকে প্রেম জাগে না! তুই দেখ! দুই দিন যায়। সপ্তাহ যায়। মাস যায়। একদিন প্রদীপ বলল, দোস্ত, তনু মেয়ে টা অ-ন্নে-ক সুন্দর। তোর কথা ঠিক। আগে ভাল মত তাকাই নাই। ভয়াভহ সুন্দর! আমি অকে ছাড়া বাচুম না দোস্ত! বন্ধু। তুই তনুকে বল, আমি রাজি! আমি বললাম, "ধুর মিয়া, দাঁড়ি - মুছ, হাত ভর্তি লোম ... সে বলল, "কই দাঁড়ি, কই মুছ? কই হাত ভর্তি লোম দেখস? আমি তো অসব দেখি না!" বুঝলাম, বসন্ত ...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...