দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শালবনে গ্রামীণ ফোনের সি ই ও, নকরেক আইটি ইনস্টিটিউট এবং প্রথম আলো

 নিজস্ব প্রতিবেদক, গায়রা, মধুপুর থেকে   মধুপুর শালবনের ভেতর গায়রা গ্রামে গ্রামীণ ফোন, প্রথম আলো, নকরেক আইটি এবং এলাকাবাসীর একটি পরামর্শ  সভা অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় গ্রামীণ ফোনের সি ই ও  ইয়াসির আজমান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে নকরেক আইটির সিইও সুবীর জেভিয়ার নকরেক সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নকরেক আইটির এন্ড্রয়েড ডেভেলপমেন্ট - এর মেন্টর জেস এন্ড্রোজ।  অনুষ্ঠানের শুরুতে প্রধান এবং বিশেষ অতিথিদের গারো নৃত্য শিল্পীরা নেচে গেয়ে বরণ করে নেন। প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং নকরেক আইটির সি ই ও কে গারোদের খুথুপ পরিয়ে সর্বোচ্চ সম্মান জানান হয়।      গ্রামীণ ফোন এবং প্রথম আলোকে সাথে পেয়ে শালবনে গারো আদিবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সে আনন্দ তাঁরা নেচে - গেয়ে, তাঁদের বক্তব্যে প্রকাশ করেন।  নকরেক আইটির সিইও তার বক্তব্যে বলেন, "৫ বছর আগে যখন নকরেক আইটি ইনস্টিটউট শুরু করি, তখন এত কিছু ছিল না। কাজ করা এত সহজ ছিল না। গ্রামে এসে নেটওয়ার্ক না পেয়ে যখন মাঠে, ধান্যের খেতে গিয়ে কাজ করতাম তখন অনেকেই ল্যাপটপ নিয়ে শ...

এসএসসি ৯১ ব্যাচ পুণর্মিলনীতে আর্তমানবতার সেবার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে   এসএসসি-৯১ ব্যাচের গারো ছাত্রছাত্রীদের পুণর্মিলনী  ময়মনসিংহের ভাটিকেশরের কারিতাস অফিস প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।  এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: রুমা রুমঝুম ম্রং ও  সঞ্চালনায় ছিলেন হিল্লোল নকরেক। এসএসসি ১৯৯১ ব্যাচের মান্দি  স্টুডেন্টদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি , নেটওয়ার্ক ও যোগাযোগ বিনিময়ের মাধ্যমে সকলকে একত্রিত করে যাতে  আর্তমানবতার সেবা করা যায় সেজন্য এসএসসি'৯১ ব্যাচ পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলে রুপকল্প তৈরির  উদ্দেশ্যে  একটা এভহক কমিটি গঠন করে।  সকলের সম্মতিক্রমে ডা: রুমা রুমঝুম ম্রংকে আহ্বায়ক করে মোট ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয় ও যেখানে অন্যান্য সদস্যরা হলেন কাজল দ্রং,  ইঞ্জিনিয়ার অন্ত ঘাগ্রা,  ব্রিজেট চাম্বুগং,  মনোরমা রেমা,  জেফিরাজ  দোলন কুবি,  টার্সিসিউস জেংচাম।

আমার বন্ধু প্রদীপ

  এক ১৯৯৪-৯৫ সাল। আমার বন্ধু প্রদীপ কুমার সরকার। নটর ডেম কলেজে এক সাথে পড়তাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি ইংরেজি সাহিত্যে ভর্তি হলাম আর সে ভর্তি হল সাংবাদিকতায়। আজকের কাগজে সহ-সম্পাদক হিসেবে জয়েন করল। আজকের কাগজ তখন বেশ চলে। ভোরের কাগজও। প্রদীপ আজকের কাগজের সহ-সম্পাদক। গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালে এই ভিডিও টা ইউটিউবে খুঁজে পেলাম ! একদিন তাঁকে বললাম, "তনু (ছদ্ম নাম) মনে হয় তোকে পছন্দ করে। চুপি চুপি তোর দিকে বার বার তাকায়!" ও বলল, ধুর! তুই খেয়াল করেছিস, তার দাঁড়ি - মুছ আছে! হাত ভর্তি লোম! আমি বললাম, "এই দাঁড়ি মুছ, লোম থাকার সাথে ভালোবাসার কী সম্পর্ক? মেয়ে তো ভাল।" না-রে দোস্ত, হবে না! আমার বুকে প্রেম জাগে না! তুই দেখ! দুই দিন যায়। সপ্তাহ যায়। মাস যায়। একদিন প্রদীপ বলল, দোস্ত, তনু মেয়ে টা অ-ন্নে-ক সুন্দর। তোর কথা ঠিক। আগে ভাল মত তাকাই নাই। ভয়াভহ সুন্দর! আমি অকে ছাড়া বাচুম না দোস্ত! বন্ধু। তুই তনুকে বল, আমি রাজি! আমি বললাম, "ধুর মিয়া, দাঁড়ি - মুছ, হাত ভর্তি লোম ... সে বলল, "কই দাঁড়ি, কই মুছ? কই হাত ভর্তি লোম দেখস? আমি তো অসব দেখি না!" বুঝলাম, বসন্ত ...

২৫ হাজার টাকার কোর্স মাত্র ৬০০ টাকায়ঃ এই সুযোগ সীমিত সময়ের জন্য

জেফিরাজ দোলন কুবি,  বাবুল ডি' নকরেক এর আরেক টি নতুন অনলাইন কোর্স গতকাল ই ন্সট্রাক্টরিতে চালু হয়েছে। নতুন এই কোর্সটির নাম   সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন ফর এভ্রিওয়ান। এই নিয়ে তাঁর মোট ৩ টি কোর্স চলমান রয়েছে।  পৃথিবীতে এই প্রথম বাংলা ভাষায় পাইথন প্রোগ্রামিং দিয়ে "সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশান"। Onlaine market place গুলোতে বাংলাদেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধু গারো জাতিগোষ্ঠীতে নয়, পুরো আদিবাসীদের মধ্যে নকরেক এক মাত্র ইন্সট্রাক্টর যার ৩ টি কোর্স [ জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন] অনলাইনে সেল হয়। কোর্স লিঙ্কগুলো নিচে দেওয়া হলঃ ১) পাইথন প্রোগ্রামিং ফর এভ্রিওয়ান। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন ।   ২) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন ফর এভ্রিওয়ান। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন ।   ৩) জাভা প্রোগ্রামিং ফর নন- প্রোগ্রামার্স।  কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন ।   সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন-এর চাহিদা দেশের বাইরে আকাশ ছোঁয়া! আমেরিকা এবং ইউরোপে এদের বেত...

জোরপূর্বক খাল খননের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়িতে বাগাছাস ও এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক শেরপুরের নালিতাবাড়ির উপজেলার তারানী ও কালাকুমা গ্রামে রেকর্ডীয় আবাদী কৃষিজমির উপর টিআর-কাবিটা প্রকল্পের নামে জোরপূর্বক ও অবৈধ খাল খননের প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস ) ও এলাকাবাসীর আয়োজনে স্হানীয় বৈশাখী বাজারে প্রতিরোধ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় আদিবাসী নেতা লরেন্স দ্রং।  এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের নালিতাবাড়ী শাখার সদস্য সচিব আরাধন মৃ, স্থানীয় আদিবাসী নেতা প্রানেশ সাংমা, বাগাছাস নালিতাবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক অভি দিও, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, বাংলাদেশ হদি-ক্ষত্রিয় কল্যান পরিষদের সভাপতি লিটন দেব, লাল মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  বক্তাগণ অবিলম্বে এই অবৈধ খাল খননের ফলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি করেছেন।

গারো সমাজের লিঙাম (মেগাম) গোত্রের লোকদের স্বীয় ভাষা সংস্কৃতি রক্ষার প্রচেষ্টা

গারো নিউজ টুয়েন্টিফোর ডেস্ক,  বাংলাদেশে বসবাসকারী আদিবাসী নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা, মোট গোত্রের সংখ্যা নিয়ে সরকারি বেসরকারিভাবে নানা মতভেদ রয়েছে। সংখ্যার বিচারে যাই হোক, প্রতিটা জাতিগোষ্ঠীর কাছেই নিজস্বতা প্রাধান্য পায়। ফলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই কমবেশি চেষ্টা করে চলেছেন। তেমনি গারো সমাজের তেরটি গোত্রের একটি গোত্র লিঙাম, যা মেগাম বা মিগাম নামেই অধিক পরিচিত জনগোষ্ঠীর লোকেরা বিশ্বায়ণের এই যুগে নিজেদের মেলে ধরতে চেষ্টা করে যাচ্ছেন। এই মেগাম জনগোষ্ঠীর লোকেরা নিজেদের লিঙাম পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।  এই জনগোষ্ঠী বাংলাদেশের নেত্রকোণা জেলার ভারত সীমান্তবর্তী কলমাকান্দা থানার ৮নং রংছাতী ইউনিয়নের তেরটি গ্রামে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তারা যেসব গ্রাম গুলোতে বসবাস করেন সেসব গ্রামের নাম গুলো হলো: দ্বীপপুর, বেংকোনা, মহাদেও, ছোট মনগড়া, বড় মনগড়া, বড়দল, কান্দাপাড়া, বরুয়াকোণা, পাতলাবান, সন্যাসীপাড়া, জাগিরপাড়া, পাচঁগাও এবং নংক্লাই। লিঙামদের মোট জনসংখ্যা : ২,৭৪৮ জন ; তার মধ্যে নারী: ১,৩৩৭ জন, পুরুষ: ১,৪১১ জন, মোট পরিবার: ৪০৫ । এটি একটি জরিপের প্রতিবেদন। জরিপটি স্বীয় গোত্রের...

"শুধু দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই!" এবং অন্যান্য প্রসঙ্গ

 এক  "শুধু দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই!" জনৈক মেধাবী ছাত্রের এমন পোস্টার ফেইসবুকে দেখে আমি অবাক হই নাই! কারণ এমন পোস্টার আমি প্রায় ৩০ বছর আগে সাটিয়েছিলাম বড় মগ বাজারের আসে পাশে। তবে কথা গুলো ছিল একটু ভিন্ন! আমি লিখেছিলাম ...  "ফ্রি পড়াতে চাই! "  এতে সাড়াও পড়েছিল। কেন ফ্রি পড়াতে চেয়েছিলাম? উদ্দেশ্য ছিল একটি। সেটি হল ফ্রি পড়িয়ে প্র্যাকটিস করে নেয়া । সেমিনারী (খ্রিস্টানদের যাজক হতে যেখানে পড়াশুনা করতে হয়) থেকে বেরিয়ে এসেছি বলে বাড়িতে জায়গা হয় নাই! আমার একটা বিশ্বাস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারলে বাবার মন গলতে পারে, বাড়ি যাবার অনুমতি মিলতে পারে ভেবেই ভর্তি পরীক্ষার জন্য ভাল প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ধরেই নিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে বাড়িতে আর জায়গা হবে না! কিংবা ভর্তি হতে পারলেও টাকার অভাবে আমার পড়াশুনা হবে না যদি ২-১ টা টিউশনি জোগাড় করতে না পারি!                                   মডেলঃ হৃদি চিসিম দমি  তাই ফ্রি পড়াতে চাইলাম। একটা ফ্রি পড়াতে গি...

৬ গারো নার্স হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে

চঞ্চল কুবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ গারো আদিবাসী ছেলে-মেয়ে নার্স হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন।   গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগের ফাইনাল ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈচি তজু ক্যানি কুবি সার্কুলার থেকে ১০৯ জন এবং শূন্য পদে ৫৬১ জন মোট ৬৭০ জন নার্স চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। এর মধ্যে গারো আদিবাসী জনগোষ্ঠী থেকে ছয় জন নিয়োগ পেয়েছেন।               দমি রেমা  যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন তারানগর, নেত্রকোণা থেকে ক্যানি কুবি; গোবিন্দপুর, নেত্রকোণা থেকে দ্যুতি চিসিম; ভালুকা পাড়া, ধোবাউড়া থেকে দমি রেমা; চরবাঙ্গালিয়া, হালুয়াঘাট থেকে বৈচি তজু; জাতাপাড়া, হালুয়াঘাট থেকে সালসিলা রংমা এবং নলকুড়া, হালুয়াঘাট থেকে সাংক চিরান ।                      দ্যুতি চিসিম  চূড়ান্ত নিয়োগ পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। নিজে...

উপাধ্যক্ষ রেমন্ড আরেং করোনা আক্রান্ত

মৃন্ময় মৃ দূর্গাপুর থেকে, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ  রেমন্ড আরেং করোনা আক্রান্ত হয়েছেন। উপাধ্যক্ষ রেমন্ড আরেং আরেং এর স্ত্রী স্কুল শিক্ষিকা জুঁই মানখিন বিষয়টি নিশ্চিত করেছেন। জুই মানখিন জানান, " গতকাল আমরা ঢাকা থেকে বিরিশিরিতে নিজ বাড়ীতে ফিরি । রেমন্ড আরেং এর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি থাকায় আজ সকালে স্থানীয় হাসপাতালে করোনা টেস্ট করালে পজিটিভ আসে।  বর্তমানে তাপমাত্রা ছাড়া তার শারীরিক অবস্হা ভাল।উনার খাওয়া-দাওয়া ও ঘুম স্বাভাবিক আছে।" তিনি জনাব আরেং এর পূর্ণ ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। বর্তমানে তিনি দূর্গাপুররের বিরিশিরিতে নিজ বাসভবনে থেকেই ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপসন অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বুরহান চৌধুরীর কাছে বিচারক এলেক্স জি ক্রট ক্ষমা চাইলেন

গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক, বিচারক আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একজন বিচারক এলেক্স জি ক্রট বাংলাদেশী বংশোদ্ভূত বুরহান চৌধুরী (৭২) এর কাছে এবং পুরো কমিউনিটির কাছে তাঁর অসদাচরণের জন্য ক্ষমা চেয়েছেন ।

গাদরি রেণু কুবি আর নেই

নিজস্ব প্রতিবেদক, মধুপুর, আবিমা থেকে  গাদরি কুবি আর নেই। তিনি বিশপ পনেন পল কুবি সিএসসি'র মা। আজ ভোর রাত ৩:০০ টা সময় বার্ধক্য জনিত কারণে  তিনি    ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অনন্তলোকে।    বিশপ পনেন পল কুবি সিএসসি'র সামনে হুইল চেয়ারে স্বর্গীয়া গাদরি কুবি। ফটো ক্রেডিটঃ প্রিন্স এডওয়ার্ড মাংসাং  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর(বাপ্তিস্ম অনুযায়ী)। তবে তাঁর আসল বয়স ১১৩ বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে ময়মনসিংহ ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভাঃ ফাঃ শিমন হাচ্চা গভীরভাবে শোক প্রকাশ করে তাঁর আত্মার চির শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা কামনা করেছেন।            যখন ফাঃ ছিলেন তখন মায়ের সাথে বিশপ পনেন পল কুবি সিএসসি  আজ দুপুর ২:০০ ঘটিকার সময় তাঁর অন্তেষ্টিক্রিয়া মধুপুর আবিমার জালাবাদা গ্রামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেখানে ফাদারগ্ণ, সিস্টারগণ, আত্মীয় -স্বজন উপস্থিত থাকবেন।      

গারো সমাজ ব্যবস্থা কি মাতৃ - তান্ত্রিক না মাতৃ-সূত্রীয়?

গারো সমাজ ব্যবস্থা কি মাতৃ - তান্ত্রিক না মাতৃ-সূত্রীয়? আমাকে কেউ যদি এই প্রশ্ন করেন, আমি এক কথায় বলব, "না"।  গারোদের সমাজ ব্যবস্থা মাতৃ-তান্ত্রিক(Matriarchal) নয় বরং মাতৃ - সূত্রীয় (Matrilineal)। এই দুই এর মধ্যে বেশ তফাৎ আছে।   মাতৃ - তান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবার প্রধান থাকেন মা, কিন্তু গারোদের পরিবার প্রধান থাকেন বাবা-ই। বিশিষ্ট নৃবিজ্ঞানী ড রবিন বারলিং, ড মিল্টন এস সাংমা, ড জুলিয়াস এল আর মারাক গারো সমাজ ব্যবস্থাকে  মাতৃ - সূত্রীয়(Matrilineal) বলে অভিমত ব্যক্ত করেন। তাঁরা গারো সমাজে পুরুষকেই পরিবার প্রধান (Head of the family) বলেও উল্লেখ করেন। বাস্তবেও গারো সমাজে পুরুষ পরিবারের প্রধান হিসেবে সকলকে শাসন ও দেখাশুনা করেন। পুরুষ তাঁর ছেলে-মেয়ে এবং স্ত্রীকে শাসন করতে পারেন কিন্তু নারী তাঁর স্বামীকে শাসন করতে পারেন না। এর জন্য তাঁকে 'চ্রা' দের উপর নির্ভর করতে হয়।       এই অংশের লেখাটি গারো সমাজের তরুণ সমাজের জন্য আজকে (৩ ডিসেম্বর ২০২০) লিখছি! গত কয়েকদিনে অন্তত ২০ টি ফেইসবুক পেইজ আর গ্রুপে 'মান্দি সংস্কৃতি' নিয়ে কিছু শিক্ষিত, অশিক্ষি্‌ অস...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...