নিজস্ব সংবাদ দাতা, মধুপুরের বেদুরিয়া গ্রামে বনবিভাগ গ্রামীণফোনের নেটওয়ার্ক টাওয়ার ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেছেন ঐ এলাকার গ্রামবাসী। এলাকার সবাই বলছেন, বনে বাস করা মানুষের জন্য এই বনবিভাগ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। জানা গেছে, কিছুদিন আগে গ্রামীণফোন তাদের নিজস্ব নেটওয়ার্ক টাওয়ার বসায় সেই এলাকার তরুণ ফ্রিল্যান্সারদের আবেদনে সারা দিয়ে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই টাওয়ারে চোখ পড়ে বন পুলিশদের! তাঁরা মোটা অংকের চাঁদা দাবী করে বিভিন্ন অজুহাতে। তাতে ব্যর্থ হলে খুলে ফেলা্র নির্দেশে দেয়। এলাকার মানুষজনকে হামলা - মামলার হুমকী দেয়। একজন তরুণ নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন, 'বন বিভাগ চায় না আমাদের এলাকায় কোন ইন্টারনেট থাকুক। তাঁরা গাছ বিক্রি করে রাতের আঁধারে। কোটি কোটী টাকার গাছ লোপাট হচ্ছে। সেগুলো ফেইসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশের ভয়েই তাঁরা গ্রামীণ টাওয়ারের বিরোধিতা করছে।" কয়েক মাস আগে, প্রথম আলোর প্রথম পাতায় "বনে বসে সুবিরের ডলার আয়" শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। পরবর্তীতে প্রথম আলো আরও কয়েক টি সংবাদ প্রকাশ করে শালব...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...