লেবিসন স্কু, তিনি কবিতা ও ছোট গল্প লিখতে পছন্দ করেন এবং গারোদের দ্বারা সম্পাদিত বিভিন্ন নিউজ ম্যাগাজিনের সম্পাদনার কাজেও জড়িত। তবে বেশি সংখ্যক কবিতা লেখা-লিখি চর্চার কারণে তিনি গারো সমাজে তরুণ সম্ভাবনাময় কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন। "মানুষ এক অদ্ভুত সাঁড়শি অনুবাদক" একক কাব্যগ্রন্থ ও "প্রান্তিক স্বর" নামে যৌথ কবিতাগুচ্ছে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। গারো সমাজে পরিচিত মুখ তরুণ কবি লেবিসন স্কু'র সাথে কথা বলেছেন গারো নিউজ২৪ এর প্রতিবেদক তপন হাগিদক। প্রশ্নঃ প্রথমেই জানতে চাইবো তরুণ কবি লেবিসন স্কু কেমন আছেন? তাছাড়া আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে পাঠকদের উদ্দেশ্যে বলুন। -আমি ভালো আছি কবিদের নাকি বাধ্যতামূলক ভালো থাকতে হয়। যাপিত জীবনে ভালো মন্দের নিবিড় যোগসূত্র তাই এটা কবিরা নাকি এড়িয়ে যান না তারা বিষয়টি উপভোগ করে থাকলে আমি বাদ যাবো কেন? আমি এখন প্রেমের কাব্য নিয়ে কাজ করছি যা ওয়ানগালায় বের হবে তখন জানতে পারবেন। প্রশ্নঃ আপনার কবিতা লেখালিখি চর্চার শুরুর দিকের গল্পটা জানতে চাই। তাছাড়া এতকিছু থাকতে কেন লেবিসন স্কু কবিতা লিখতে গেলেন? - যদি বলি প্রকৃতপ...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...