জেফিরাজ দোলন কুবি, কলমাকান্দা থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নএর কাঠালবাড়ী গ্রামে আনুমানিক ১০টায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া সিমান্তে চোরাচালানের মালামাল পরিবহন ও শ্রমিক হিসেবে বহন করার সময় কিছু গারো ও বাংগালীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতীকী ছবি পরবর্তীতে তথক্ষনাৎ কয়েকজন গারো-বাংগালীরা মিলে এই ঝগড়া ও মারামারির মিমাংসা করে দেয়। এরপর আনুমানিক দুপুর ১২ টায় কিছু স্হানীয় বাংগালীরা দা, লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাঠালবাড়ী গ্রামে আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি , আঘাত ও পাল্টা আঘাতের ঘটনা ঘটে এবং একজন বাংগালী মারা যায়। নিহতের নাম হেলাল(৪৫)। শুক্রবার বিকেলে নিহতের বাবা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞান নামা মোট ৩০ জনকে আসামী করে কলমাকান্দা থানায় মামলা করে।মামলার এজাহার ভূক্ত আসামী হলেন কলমাকান্দার কাঠালবাড়ী গ্রামের জাকরেস, থিরাক নকরেক , আনন্দ ঘাগ্রা ও তাপস। এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার লেংগুরা বাজারে বাংগালীরা বাজার করতে যাওয়া আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা চালায়।বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ১৪৪ধরা ...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...