দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

যুক্তরাষ্ট্রে CyberGate Technologies এর শুভ উদ্বোধন

জেফিরাজ দোলন কুবি ও ফিওনা ইউরেকা চাম্বুগং,  সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওলু স্যামুয়েল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবুল ডি' নকরেক এর যৌথ  উদ্যোগে CyberGate Technologies, একটি আইটি স্কুলের যাত্রা শুরু।  এই স্কুলের ইউটিউব চ্যানেল টি দেখতে এখানে ক্লিক করুন । এই স্কুলের ব্লগ পড়তে এখানে ক্লিক করুন । এই স্কুলের অফিশ্যল পেইজ টি দেখতে  এখানে ক্লিক করুন । এই স্কুলের টুইটার একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন । নিউ ইয়র্ক শহরে গারো কমিউনিটির প্রবীণতম সদস্য এবং আমেরিকান সিনিয়র সিটিজেন ব্রাঃ ডমিনিক মৃঃ স্কুলটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  Celestial Church of Christ-এর পালক  রেভাঃ পাস্টর জেমস এবং রসায়ন হাদিমা, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল।  পাস্টর জেমস বলেন, আমি স্কুলটির সিইও নকরেক-এর সাথে কথা বলে জেনেছি, তাঁরা অত্যাধুনিক টেকনোলজি বড়দের জন্য শিখিয়ে জব প্লেসমেন্ট এর পাশাপাশি আমাদের ছোট ছোট স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য Cyber Stars নামে একটি ফ্রি প্রোগ্রাম চালু করবেন এবং এই প্রোগ্রামের আওয়ায় স্কুল ছাত্রদের সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার প্রোগ্রামিং ফ্রি শে...

কলমাকান্দার কাঠালবাড়ী সীমান্তে পণ্য চোরাচালানের সময় আদিবাসী বাঙ্গালী সংঘর্ষে ১ নিহত

জেফিরাজ দোলন কুবি, কলমাকান্দা থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নএর কাঠালবাড়ী গ্রামে আনুমানিক ১০টায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া সিমান্তে চোরাচালানের মালামাল পরিবহন ও শ্রমিক হিসেবে বহন করার সময় কিছু গারো ও বাংগালীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতীকী ছবি পরবর্তীতে তথক্ষনাৎ কয়েকজন গারো-বাংগালীরা মিলে এই ঝগড়া ও মারামারির মিমাংসা করে দেয়। এরপর আনুমানিক দুপুর ১২ টায় কিছু স্হানীয় বাংগালীরা দা, লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাঠালবাড়ী গ্রামে আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি , আঘাত ও পাল্টা আঘাতের ঘটনা ঘটে এবং একজন বাংগালী মারা যায়। নিহতের নাম হেলাল(৪৫)। শুক্রবার বিকেলে নিহতের বাবা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞান নামা মোট ৩০ জনকে আসামী করে কলমাকান্দা থানায় মামলা করে।মামলার এজাহার ভূক্ত আসামী হলেন কলমাকান্দার কাঠালবাড়ী গ্রামের জাকরেস, থিরাক নকরেক , আনন্দ ঘাগ্রা ও তাপস।  এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার লেংগুরা বাজারে বাংগালীরা বাজার করতে যাওয়া আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা চালায়।বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ১৪৪ধরা ...

একটি মিথ্যে গল্প (ছোট গল্প)

এক শোভন আমার প্রিয় ছাত্রদের একজন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের স্বপ্নবাড়ি গ্রামে। সেখানে এত ভাল কলেজ থাকতে কেন বংশাই নদীর পাড়ের 'মধুপুর কলেজ'-এ পড়তে আসল, আমি ভেবেই পাই না। তার ছোট বোনও আমাদের কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। দু'জনেই অসম্ভব মেধাবী। কিন্তু এত এত বিনয়ী, নম্র, ভদ্র, সবকিছুতে এত এত পরিশীলিত এবং পরিমার্জিত যে বর্ণনা করা যায় না। ওরা কলেজের পর সপ্তাহে ৩ দিন আমার বাসায় পড়তে আসে। তাদের বাবা একজন শিক্ষিত, সজ্জন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যেদিন থেকে জানি ওরা মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে, সেদিন থেকে তাদের প্রাইভেট পড়ার টাকা নেই না। ওতে যেন আমিও তাদের পরিবারে একটা আলাদা মর্যাদার আসন পেলাম। তাদের বাবা-মাসহ পরিবারের সকলেই আমাকে ‘স্যার’ বলে ডাকা শুরু করে দিলেন। সাথে ওদের গ্রামের ছোট বড় অনেকেই আমাকে অহেতুক 'স্যার' ডাকতে শুরু করে দিলেন।  আমি প্রতি মাসে স্বপ্নবাড়িতে যাই। সেখানে শোভন, শোভা আর একুশ'র বিনে পয়সার পাঠশালাতে ৩-৪ ঘন্টা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বান-কি মুন, ড আতিউর রহমান, মাদার তেরেসা, আইন্সটাইন, টমাস আল্ভা এডিসনদের গল্প শোনাই। মাঝে মাঝে ইংরেজি পড়াই। চড়ুই পাখির গল...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন বাবুল ডি' নকরেক

গারো নিউজ টুয়েন্টিফোর ডেস্ক, বাবুল ডি' নকরেক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসালট্যান্ট) হিসেবে ফাইজারভ -এ যোগদান করেছেন। গত ১৪ ডিসেম্বর ২০২২, যুক্তরাষ্ট্রের সকাল ৯:০০ টায় ফাইজারভ-এর নিউ জার্সি অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসাল্ট্যান্ট) হিসেবে যোগদান করেন।  ফাইজারভ একটি Fortune 500 Fintech company. কোম্পানিটি ১০০ টি দেশের সরকারী-বেসরকারী আর্থিক, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান সমূহের আর্থিক লেন-দেন নিরাপদ রাখার কাজে নিয়োজিত। এখানে ৪২ হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন।           ফাইজারভ - এর নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের অফিস  সম্ভবত নকরেকই গারোদের এবং বাংলাদেশের আদিবাসীদের মধ্যে প্রথম Fortune 500 Fintech company-তে যোগদান করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বছরে প্রায় ১.৫ কোটি টাকার মত বেতন পাবেন! নকরেক আগামীতে NASA অথবা  Raytheon Technologies এর Pratt & Whitney এর মত কোন প্রোজেক্ট-এ কাজ করার স্বপ্ন দেখেন! 

গারোরা এখনো সংস্কৃতি কিংবা সাহিত্যচর্চায় আন্তরিকতার জায়গায় যেতে পারিনি - লেবিসন স্কু

লেবিসন স্কু, তিনি কবিতা ও ছোট গল্প লিখতে পছন্দ করেন এবং গারোদের দ্বারা সম্পাদিত বিভিন্ন নিউজ ম্যাগাজিনের সম্পাদনার কাজেও জড়িত। তবে বেশি সংখ্যক কবিতা লেখা-লিখি চর্চার কারণে তিনি গারো সমাজে তরুণ সম্ভাবনাময় কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন। "মানুষ এক অদ্ভুত সাঁড়শি অনুবাদক" একক কাব্যগ্রন্থ ও "প্রান্তিক স্বর" নামে যৌথ কবিতাগুচ্ছে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। গারো সমাজে পরিচিত মুখ তরুণ কবি লেবিসন স্কু'র সাথে কথা বলেছেন গারো নিউজ২৪ এর প্রতিবেদক তপন হাগিদক। প্রশ্নঃ প্রথমেই জানতে চাইবো তরুণ কবি লেবিসন স্কু কেমন আছেন? তাছাড়া আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে পাঠকদের উদ্দেশ্যে বলুন। -আমি ভালো আছি কবিদের নাকি বাধ্যতামূলক ভালো থাকতে হয়। যাপিত জীবনে ভালো মন্দের নিবিড় যোগসূত্র তাই এটা কবিরা নাকি এড়িয়ে যান না তারা বিষয়টি উপভোগ করে থাকলে আমি বাদ যাবো কেন? আমি এখন প্রেমের কাব্য নিয়ে কাজ করছি যা ওয়ানগালায় বের হবে তখন জানতে পারবেন। প্রশ্নঃ আপনার কবিতা লেখালিখি চর্চার শুরুর দিকের গল্পটা জানতে চাই। তাছাড়া এতকিছু থাকতে কেন লেবিসন স্কু কবিতা লিখতে গেলেন? - যদি বলি প্রকৃতপ...

শিল্পী হতে চাইলে ফুল-ফল, লতা-পাতার মত প্রকৃতি হতে হয়- সালাশ মানখিন

সালাশ মানখিন গারো জনগোষ্ঠীর মধ্যে চিত্রশিল্পী হিসাবে সুপরিচিত এক মুখ। গারোদের দ্বারা প্রকাশিত ম্যাগাজিনের প্রচ্ছদ সিংহভাগই সালাশ মানখিনের দখলে থাকায় তাঁকে নিয়ে অনেকের আগ্রহের কমতি নেই। মানুষের আগ্রহ ও শিল্প সাহিত্যকে সবসময়ই সন্মান জানিয়ে গারো নিউজ২৪ গারোদের মধ্য থেকে উঠে আসা তরুণদের গল্প তুলে ধরতে প্রত্যয়ী। তাই আজকের অতিথি চিত্রশিল্পী সালাশ মানখিন এর সাথে কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরেছেন প্রতিবেদক তপন হাগিদক। প্রশ্নঃ প্রথমেই আপনার নিজের সম্পর্কে এবং চিত্র ও ভাষ্কর্য শিল্পী হিসাবে উঠে আসার গল্পটা সংক্ষেপে জানতে চাইবো। - আমি আমার ছোটবেলায় নরম মাটি দিয়ে পুতুল বানিয়ে খেলতাম। মাটি দিয়ে হাতি, ঘোড়া, পাখি বানানোর চেষ্টা করতাম। মাটি, কলাপাতা, কাঠি দিয়ে একটা অবয়ব গড়ে যে অনেক মজা পেতাম সেটার অনুভূতি অন্যরকম যা মুখে বলে বুঝাতে পারবো না। মাটিতে দাগ টেনে যে কোন কিছু আঁকতেই অনেক পছন্দ করতাম ফুল, ফল, মাছ, হাঁস কত কী! তারপর যখন বড় হলাম তখন ঢাকায় এসে ভর্তি হলাম বুলবুল একাডেমি ফাইন আর্ট(বাফা)তে। চার বছর খেয়ে না খেয়ে অভাবে, অনটনে পড়লাম, শিখলাম এই আর কী! হাহাহা প্রশ্নঃ প্রতিটি অভিভাবকই তো চান তাঁর সন্তা...

আদিবাসী শিশুরা অহরহ 'বুলিং' এর শিকার হচ্ছেন বাঙালি শিশুদের দ্বারা ঢাকা শহরের স্কুলগুলিতেঃ স্কুল শিক্ষকদের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না

নিজস্ব প্রতিবেদক আদিবাসী শিশুরা অহরহ 'বুলিং' এর শিকার হচ্ছেন বাঙালি শিশুদের দ্বারা ঢাকা শহরের প্রায় সব স্কুলগুলিতে। স্কুল শিক্ষকদের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না, এমন অভিযোগ এখন অনেক বাবা-মায়ের।  তাঁরা বলছেন, আগেও এমন টা ছিল কিন্তু গত কয়েক বছর ধরে বহুগুণে বেড়ে চলেছে এমন বর্ণ বিদ্বেষী আগ্রাসী মনোভাব। তাঁরা মনে করছেন, বাচ্চাদের অভিভাবকদের আদিবাসীদের উপর মনোভাব পূর্বের থেকে খারাপ হওয়ার ফলেই এখন বাচ্চাদের মধ্যে এমন কুৎসিত অসহনশীলতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।  অনেকে মনে করছেন, বর্তমান সরকারের আদিবাসীদের উপর দমন-পীড়ন, সংবাদ-পত্র, ইলেক্ট্রনিক মিডিয়াতে 'আদিবাসী' শব্দ ব্যবহারে বিধিনিষেধ আরোপের কারণে এগুলোর মাত্রা বেড়ে গেছে। কিছু কিছু স্কুলে আদিবাসী শিশুদের অন্য জাতির শিশুরা দলবেঁধে গায়ে হাত তোলার মত ঘটনাও ঢাকা শহরের কিছু স্কুলে ঘটছে বলে জানা গেছে। কয়েকজন আক্রান্ত শিশুদের মা-বাবাদের সাথে এসব নিয়ে কথা বলতে চাইলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আসলে এ নিয়ে কথা বলতে আমরা অস্বস্তি বোধ করি। বাচ্চারা তো এইসব বিভেদ করতে জানে না। তারা অবুঝ, তাদের নিয়ে কথা বলে, অভিযোগ করে কি...

নেপালের চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন নমস্তা রেমা

জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে, নেপালের কাঠমান্ডু'র সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে সেপ্টেম্বর ২ থেকে ১২ তারিখ ২০২০ পর্যন্ত এগার দিনব্যাপী দলীয় চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন নমস্তা আর মারাক। চিত্রকর্ম প্রদর্শনীটি আয়োজন করছে নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। নমস্তা রেমা বাংলাদেশ এর বিখ্যাত চিত্র শিল্পী কনকচাপা চাকমা'র তত্ত্বাবধানে নমস্তা রেমাসহ মোট ১২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে। ছবি আঁকছেন নমস্তা নমস্তা রেমা ২০১৭ সালে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ফাইন আর্টস এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে জার্মান, ডেনমার্ক ও নরওয়ে দূতাবাস আয়োজিত আর্ট সপ্তাহেও তার চিত্রকর্ম প্রদর্শিত হয়। এছাড়াও ২০১৮ সালে শিল্পকলা আয়োজিত আর্ট ক্যাম্প ও পেইন্টিং এক্সবিশন এবং আবু সোবহান ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত চিত্রকর্ম প্রদর্শিনীসহ বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেছেন। নমস্তার আঁকা দিক্ষা রেমা'র চিত্রকর্ম গুলো সুধীজনদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। কাঠমুন্ডুর চিত্রকর্ম প্রদর্শ...

মধুপুরের আদিবাসীদের ভূমিগত অধিকার ইস্যুতে কোন ছাড় দিতে রাজী নই- লিয়াং রিছিল

লিয়াং রিছিল একজন ছাত্রনেতা এবং যুব সমন্বয়ক হিসাবে কাজ করেন। তিনি বর্তমানে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। আসছে ৯ সেপ্টেম্বর 'শালবনের চিৎকার ' নামে সাংস্কৃতিক সমাবেশ হবে মধুপুরের আমলিতলা স্কুল মাঠ প্রাঙ্গণে , প্রাসঙ্গিক এই বিষয় এবং ছাত্র সংগঠনের একজন নেতা হিসাবে গারো নিউজ ২৪ 'এর প্রতিবেদক তপন হাগিদক এর সাথে সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের তুলে ধরা হল। প্রশ্নঃ প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন? আপনার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কেও সংক্ষেপে জানতে চাই।  - ধন্যবাদ আপনাকে, আমি বেশ ভালোই আছি এবং কাজের মধ্য দিয়েই থাকতে চেষ্টা করছি। আমি আমার এলাকায় আইটি সেক্টর ও এডভোকেসি নিয়ে কাজ করি।তাছাড়া আমাদের মান্দি ছেলে-মেয়েদের জন্য কম্পিউটার প্রশিক্ষক হিসাবে কাজ করছি, জানেনই তো এখন ইনফরমেশন টেকনোলজি এর যুগ... সাংগঠনিক কাজ বলতে মধুপুরের ভূমিগত ইস্যুতে জর্জরিত সে সমস্যা সমাধানে মাঠে থাকার জন্য সর্বাত্মক ভাবে থাকার চেষ্টা করছি। অন্যান্য অধিকার ইস্যুতেও কাজ করছি.. নিশ্চয় ফেসবুকেও দেখেন?  প্রশ্নঃ সামাজিক মাধ্যম দেখলাম 'শালবনের চিৎকার' নামে স...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...