জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে গাজীপুরের চন্দ্রা মোর এলাকা দিয়ে যাওয়ার সময় পিকেটার সন্দেহে ময়মনসিংহের ধোবাউড়ার দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন নামের দুই যুবক পুলিশের লাঠি চার্জে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গাজিপুরের আশুলিয়ায় চন্দ্রা মোরের কাছে ওয়াল্টন ফ্যাক্টরির তিনজন স্টাফ ইফতার খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করলে ফ্যাক্টরির সহকর্মীরা সংক্ষুদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে। দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন একই সময় গাড়িতে করে সাভার ইপিজেড এ কর্মস্থলে যাচ্ছিলেন এবং ঐ সময় তাদের গাড়ীতে কিছু লোক আগুন ধরাতে উদ্যত হলে তারা গাড়ী থেকে নেমে পড়েন এবং ঐ সময় পুলিশরা তাদের পিকেটার ভেবে বেধরক লাঠি পেটা করে এবং তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। পুলিশের লাঠি চার্জে দুই গারো যুবক মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয় পরবর্তীতে পুলিশ তাদের ছেড়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বিরুদ্ধে ২ যুবকের আত্মীয় স্বজনের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে!
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...